ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

0
454
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে! ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার একমাত্র ছেলে। সোমবার দিবাগত রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম। সাইফুল ইসলামের একমাত্র ছেলে রাসেল রানা (২২) ঘটনার পর থেকে বাড়ী হতে পলাতক রয়েছে।

এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। নিহত সাইফুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে। সাইফুল ইসলামের স্ত্রী জানান ছেলে রাসেল রানার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা। কথায় কথায় রেগে গিয়ে মারধর করতো যে কাউকে। রাতে এমন হত্যাকাণ্ড ঘটাবে চিন্তাও করিনি। এর আগেও রাসেল রানা বেশ কয়েকবার তার বাবাকে মারধর করে আহত করেছিল বলে জানান তিনি। বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। পুলিশ ঘটনা তদন্ত করছে। তদন্ত শেষে বলা যাবে কিভাবে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here