খবর৭১ঃ গণসংযোগকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের কর্মী-সমর্থকদের সংঘর্ষের পর তার বাসায় যান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
ইশরাকের সঙ্গে সাক্ষাতের পর ডিকসন বলেন, নির্বাচনে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা প্রত্যাশিত নয়। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।
আজ রবিবার দুপুর ৩টা ২০ মিনিটে রাজধানী গোপীবাগে ইশরাক হোসেনের বাসায় তার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে সাক্ষাতের জন্য ইশরাকের গোপীবাগের বাসায় আসেন রবার্ট। সাক্ষাতে ইশরাকের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুস সালাম উপস্থিত ছিলেন।
রবার্ট চ্যাটার্টন জানান, তিনি সব মেয়র প্রার্থীদের সঙ্গে দেখা করছেন। তারই অংশ হিসেবে বিএনপির প্রার্থী ইশরাকের সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি বলেন, এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তাই নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হওয়া সবারই কাম্য। আশা করবো সুষ্ঠু নির্বাচন হবে, আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি।
রবার্ট আরও বলেন, নির্বাচন পরিচালনা নিয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি।
ইশরাকের গণসংযোগে হামলার ঘটনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে রবার্ট বলেন, নির্বাচনে সংঘর্ষ কোনোভাবে হওয়া উচিত নয়। কোনো ধরনের সংঘর্ষ আমরা প্রত্যাশা করি না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। যাতে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে।