মদনে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

0
763
মদনে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

আব্দুল আওয়ালঃ শৈশব থেকে গণতন্ত্র চর্চা আর শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের যুক্ত করতে উৎসব মূখর পরিবেশে সারা দেশের ন্যায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অুনষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৫ জানুয়ারি) নেত্রকোনার মদনের ১৬টি উচ্চ বিদ্যালয় ও ৮টি দাখিল মাদ্রাসায় এক যোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

এর মধ্যে মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে ভোট গ্রহন। ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৮টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নির্বাচন পরিচালনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়। নূসরাত জাহান পারা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ভোট গ্রহন অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাছ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক শামীম আহম্মদ, সহকারী শিক্ষক ইকবাল হায়দার খান, শ্যামল কুমার দে প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here