খিলক্ষেতে কথিত বন্দুকযুদ্ধঃ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

0
457
খিলক্ষেতে কথিত বন্দুকযুদ্ধঃ 'মাদক ব্যবসায়ী' নিহত
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ রাজধানীর খিলক্ষেত এলাকায় র‌্যাব-১ এর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন (৩৩) নামের এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, খিলক্ষেতের বড়ুয়া এলাকায় অভিযানে গেলে একদল মাদক ব্যবসায়ী র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে আনোয়ার নিহত হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় র‌্যাব-১ এর একজন সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৪টি ওয়ানশুটার গান, ৩৪টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here