ঢাবিতে হলের গ্রন্থাগারে ডাকসুর ‘বঙ্গবন্ধু কর্নার’

0
573
ঢাবিতে হলের গ্রন্থাগারে ডাকসুর ‘বঙ্গবন্ধু কর্নার’

খবর৭১ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু। আগামী ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব হলে একযোগে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হবে। শনিবার ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঙালি জাতিসত্ত্বার অস্তিত্বে যে দুটি শব্দ অমোচনীয় তা হলো বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ।

বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানা আবশ্যিক। তাই বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণ করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল গ্রন্থাগারে ডাকসুর পক্ষ থেকে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু, বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস ও ঐতিহাসিক বইসমূহ স্থান পাবে। এর জন্য প্রয়োজনীয় বই ও শেল্ফ ডাকসু সরবরাহ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here