শাহজাদপুরে দি সিটি ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং এসএমই শাখার যাত্রা শুরু

0
1069
শাহজাদপুরে দি সিটি ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং এসএমই শাখার যাত্রা শুরু

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার মণিরামপুর বাজারে আজ বৃহস্পতিবার দুপুরে দি সিটি ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং এর এসএমই শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

এদিন দুপুরে মণিরামপুর বাজারস্থ ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এ শাখার শুভ উদ্বোধন করেন দি সিটি ব্যাংক লিমিটেড উত্তরবঙ্গ বিভাগীয় প্রধান মো: সাইফুল ইসলাম।

দি সিটি ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং শাহজাদপুর শাখার আয়োজনে স্থানীয় এজেন্ট ফজলে রাব্বি সেতুর সভাপতিত্বে ও শাহজাদপুর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সিটি ব্যাংক এজেন্ট ও এসএমই শাখার উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী রবিন আকন্দ।

এতে বিশেষ অতিথি ছিলেন, দি সিটি ব্যাংক সিরাজগঞ্জ শাখা ব্যবস্থাপক ও এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো: আব্দল্লাহ আল মামুন, রাজশাহী শাখার এসোসিয়েট ম্যানেজার রবিউল ইসলাম, সিরাজগঞ্জ এসএমই-এসবি শাখার ইউনিট ম্যানেজার তহিদুর রহমান, ব্যবসায়ী নেতা হাজী আনোয়ার হোসেন, আলহাজ্ব হায়দার আলী, শাহজাদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি এমএ জাফর লিটন, সাংবাদিক মণিরুল গণি চৌধুরি শুভ্র প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here