কালিয়াকৈরে বিএনপি’র সদস্য ফরম বিতরণ

0
496

আরিফ হোসেন খোকন, কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা :
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সদস্য ফরম বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য ফরম বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেনম প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মজিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ, মোঃ আখ-তার উজ্জামান ও আ ন ম ইব্রাহিম খলিল। বক্তরা নির্বাচনকালীন সময়ে সহায়ক সরকারের অধীনে নির্বাচন ও সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার দাবি জানান। তা না হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। অনুষ্ঠান শেষে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বিএনপির সদস্য ফরম তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here