খবর৭১ঃ
আব্দুল আওয়াল (পলাশ)ঃ নেত্রকোনার মদন উপজেলার ৫নং মাঘানইউনিয়নের ত্রিপন গুচ্ছ গ্রামের ঘর পেল ৫০হতদরিদ্র পরিবার। সোমবার (১৩ জানুয়ারি) নির্মাণাধীন গুচ্ছগ্রামের সামনে মাইকিং এর মাধ্যমে লোকজনজমায়েত করে প্রকাশ্যে উপকার ভোগীযাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় ১শ’ ৩০ জন হতদরিদ্র উপকারভোগী আবেদন করলে ৫০ জন চূড়ান্তহতদরিদ্র ভূমিহীন পরিবার বাচাই করা হয়। মাঘান ইউপি চেয়ারম্যান জিএম খায়কোবাদচৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনও মোঃওয়ালীউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, উপজেলা প্রশাসনিককর্মকর্তা নারায়ন চন্দ্র বণিক, ইউপি সদস্য ওএলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিতছিলেন।