প্রতিপক্ষের হামলা মোকাবেলায় প্রস্তুত আমরাওঃ ইশরাক

0
505
প্রতিপক্ষের হামলা মোকাবেলায় প্রস্তুত আমরাও
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ ‘গত নির্বাচনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে দুঃসাহস দেখিয়েছি সন্ত্রাসীরা। ২০১৮ সালের নির্বাচনে তার চেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। এ নির্বাচনেও এ ধরনের হামলা হচ্ছে। তবে আমরা প্রতিপক্ষের হামলা মোকাবিলায় প্রস্তুত।’

আজ সোমবার (১৩ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর  শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে এসব কথা  বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

গতকাল রবিবার (১২ জানুয়ারি) তাঁর নির্বাচনী এলাকায় হামলার অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ২০১৫ সালে গত নির্বাচনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে দুঃসাহস দেখিয়েছি সন্ত্রাসীরা। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তার চেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমাদের সিনিয়র নেতাদের গাড়িবহরে হামলা চালিয়ে তাঁদেরকে রক্তাক্ত করা হয়েছে। এ নির্বাচনেও এ ধরনের হামলা হচ্ছে। তবে আমরাও এবার প্রতিপক্ষের হামলা মোকাবিলায় প্রস্তুত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, যুগ্মসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, নাজিম উদ্দিন আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here