ঘন কুয়াশার কারণে চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষ, মা ও শিশু নিহত

0
544
ঘন কুয়াশার কারণে চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষ, মা ও শিশু নিহত

খবর৭১ঃ ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মোহনায় দুইটি লঞ্চের সংঘর্ষে মা ও শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার দিবাগত রাতে ঘন কুয়াশার কারণে নোঙ্গর করা একটি লঞ্চকে বিপরীত আসা অন্য একটি লঞ্চ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, রবিবার দিবাগত রাতে ঘন কুয়াশার কারণে চাঁদপুর-বরিশাল রুটে মোহনায় নোঙ্গর করে রাখা হয় কীর্তনখোলা-১০ লঞ্চটি। এ সময় বিপরীত দিক থেকে আসা ফারহান-৯ লঞ্চটি নোঙ্গর করে রাখা কীর্তনখোলা লঞ্চকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কীর্তনখোলা-১০ লঞ্চের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ওই লঞ্চে ঘুমিয়ে থাকা এক মা ও শিশুর মৃত্যু হয়। আহত হন দুইজন। পাশাপাশি ফারহান-৯ লঞ্চের ৬ যাত্রীও আহত হন। তবে লঞ্চ দুইটির তলদেশ অক্ষত রয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here