রাজবাড়ীতে গ্রিনলাইন পরিবহন-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ; নিহত ৫

0
487
রাজবাড়ীতে গ্রিনলাইন পরিবহন-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ
ছবিঃ যুগান্তর

খবর৭১ঃ রাজবাড়ীতে গ্রিনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহেন্দ্রর পাঁচ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার বিকাল ৩টার দিকে সদর উপজেলার চরখানখানাপুরের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, যশোর-বেনাপোল থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস সদর উপজেলার চরখানখানাপুরের বড় ব্রিজসংলগ্ন এলাকায় মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এরমধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

তিনি জানান, দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here