প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ ও ক্ষুব্ধ: ফখরুল

0
525
ডিজিটাল পদ্ধতিতে নিঃশব্দ ভোট কারচুপির ষড়যন্ত্র হচ্ছে: ফখরুল

খবর৭১ঃ সরকারের এক বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশের রাজনৈতিক সংকট নিরসনের কোনো পথ দেখাতে পারেননি বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ‘এই ভাষণে জাতি হতাশ ও ক্ষুব্ধ হয়েছে।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে সাংবাদিকরা তার কাছে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চান।

মঙ্গলবার সন্ধ্যায় দেয়ার প্রধানমন্ত্রীর ভাষণ সম্পর্কে ফখরুল বলেন, ‘একাদশ সংসদ নির্বাচন হয়েছে যেটা ৩০ তারিখে হয়নি, ২৯ ডিসেম্বর রাতেই ভোট ডাকাতি হয়েছে। জাতির একটি প্রত্যাশা ছিল, সংকট নিরসনের একটি পথ তার বক্তব্যের মধ্যে থাকবে। এ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের কথা বা এমন কোনো ইঙ্গিত দেবেন অথবা কোনো একটা সংলাপের কথা বলবেন। কিন্তু কোনোটাই তিনি করেননি। এই সংকট নিরসনের জন্য তিনি কোনো পথ দেখাননি।’

ফখরুল বলেন, ‘বর্তমান বাংলাদেশের রাজনীতিতে অর্থনীতি হচ্ছে প্রধান সংকট। এটা হচ্ছে পুরোপুরিভাবে রাজনৈতিক সংকট। এ সরকার একটি অনির্বাচিত সরকার, জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। তিনি যে বক্তব্যগুলো রেখেছেন যা সত্য নয়। যেমন তিনি বলেছেন, ‘পঁচাত্তরের পরের বছরগুলোতে মানুষ জরাজীর্ণ ছিল, মানুষের কঙ্কাল দেহ ছিল’ একথাগুলো চরম উল্টো। তার আগে ৭২-৭৫ সাল এদেশে একটি চরম দুর্ভিক্ষ হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে, তাদের দুঃশাসনের কারণে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘পঁচাত্তরের পরে জিয়াউর রহমানের যোগ্য নেতৃত্বে এদেশে পরিবর্তন ঘটে। আজকে বাংলাদেশে যে অর্থনৈতিক ভিত্তি রয়েছে, এটার রচনা করেন জিয়াউর রহমান। এরমধ্যে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেন। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেন। যার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আর অর্থনীতির যে ভিত্তি গড়ে তোলেন, তা মুক্তবাজার অর্থনীতি। সবচেয়ে বেশি গার্মেন্টস সেক্টরগুলোতে যার মাধ্যমে আমরা টিকে আছি এবং রেমিট্যান্স, এই জিনিসগুলো জিয়াউর রহমান শুরু করেন। এ বিষয়গুলো তিনি বক্তৃতায় তুলে ধরেননি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here