নানকের শারীরিক অবস্থার উন্নতি

0
555
নানকের শারীরিক অবস্থার উন্নতি

খবর৭১ঃ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার সিসিইউ থেকে কেবিনে নেয়া হতে পারে বলে জানান জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বিপ্লব।

বিপ্লব জানান, গতকাল তিনি স্বাভাবিকভাবে হাঁটা চলা করেছেন। এদিকে নানকের চিকিৎসা কাজে নিয়োজিত ডাক্তার জানিয়েছেন, আরও দুই থেকে একদিন পর্যবেক্ষণে রাখার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। আওয়ামী লীগের এই নেতার শারীরিক অবস্থা উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি সকালে অসুস্থ বোধ করলে নানককে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় এবং তাৎক্ষণিক এনজিওগ্রামের রিপোর্ট অনুযায়ী তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে। ফলে ঐদিনই তার হার্টে একটি রিং পড়ানো হয়।

গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here