খবর৭১ঃ ইরান সমর্থিত কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার পর আবারো মধ্যপ্রাচ্যে নতুন করে সৈন্য প্রেরণ করছে যুক্তরাষ্ট্র। আল জাজিরা ও এনবিসি নিউজ জানায়, বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে ইরাকে নতুন করে ৩ হাজার সৈন্য প্রেরণ করা হচ্ছে। সেই সঙ্গে দেশটিতে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ সৃষ্টির জন্য নয়, বরং যুদ্ধ বন্ধের জন্য এই হামলা। কিন্তু ইরানের সীমান্তে থাকা ইরাকে নতুন করে ৩ হাজার সৈন্য প্রেরণ এবং মার্কিন সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিজ দেশের সামরিক বাহিনীর সক্ষমতা সম্পর্কে ট্রাম্পের বক্তব্য ভিন্ন বার্তা দিচ্ছে বিশ্বকে।
এদিকে ইরান জানিয়েছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত যুদ্ধ সৃষ্টির জন্য। জাতিসংঘকে পাঠানো তাদের চিঠিতে মার্কিন এই হামলাকে ‘অ্যাক্ট অব ওয়ার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে দেশটির শীর্ষ নেতৃত্ব থেকে হামলার পাল্টা জবাব দেয়ার ঘোষণা নতুন করে মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।