মুরাদনগরে মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

0
528
মুরাদনগরে মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ
ছবিঃ মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।

খবর৭১ঃ

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে সকল প্রকার মাদক দ্রব্য প্রতিরোধে শপথ গ্রহন করেছে উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় বিদ্যালয় ক্যাম্পাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মুরাদনগর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত সভায় এই শপথ বাক্য পাঠ করানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শপথ পাঠ করান সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল। সহকারী শিক্ষক হুমায়ন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা সফিউল আলম তালুকদার। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য কাজল বারী, মনির হোসেন, সাবেক সদস্য মোসলেহ উদ্দিন, নুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন ভূইয়া, সহকারী শিক্ষক মাসুম খান, মমতাজ উদ্দিন, নাসির উদ্দিন, শরীফ আবদুল্লাহ, খোরশেদ আলম ভূইয়া, গিয়াস উদ্দিন, ফোরকান আলম, সাইফুল ইসলাম, বেলাল হোসেন, সহকারী গ্রন্থাগারিক বিল্লাল হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

এসময় বিদ্যালয়ের সহস্রাধিক ছাত্র-ছাত্রী সকল প্রকার মাদকদ্রব্য প্রতিরোধ এবং মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের সামাজিক ভাবে বয়কট করার প্রত্যয়ে শপথ গ্রহন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here