খিলগাঁওয়ে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

0
595
খিলগাঁওয়ে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

খবর৭১ঃ রাজধানীর খিলগাঁওয়ে বগিবিহীন একটি রেলওয়ে ইঞ্জিন (শান্টিং ইঞ্জিন) লাইনচ্যুত হওয়ায় সড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ইঞ্জিনটি শাহজাহানপুর থেকে কমলাপুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, খিলগাঁও রেলগেট এলাকায় একটি শান্টিং ট্রেন রেল লাইনের নির্ধারিত আউট লাইন অতিক্রম করে রাস্তায় চলে আসে। এজন্য সিলেট থেকে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছাতে না পেরে খিলগাঁও রেলগেটে আটকে আছে। এরপর খিলগাঁও রেলগেট থেকে ফকিরাপুল রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে আহত বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি জানিয়েঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) (এসআই) মির্জা মোহাম্মদ মুক্তা জানান, ট্রেনের ধাক্কায় লাইন ঘেঁষে থাকা কয়েকটা রিকশা-ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্য লাইনে ট্রেন চলাচল অসু‌বিধা হয়‌নি। এখন সব ট্রেন চলাচল স্বাভা‌বিক আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here