খবর৭১ঃ পদ্মা সেতুর ১৮ ও ১৯ নম্বর খুঁটিতে ২০তম স্প্যান বসানোর কাজ শেষ হলো। এতে বহুল প্রত্যাশিত এই সেতুর তিন কিলোমিটার দৃশ্যমান হলো।
মঙ্গলবার দুপুর একটার দিকে ২০তম স্প্যান স্থাপন করা হয়। বছরের শেষ দিনের এই স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর প্রায় অর্ধেক দৃশ্যমান হল। সেতুতে মোট ৪১ স্প্যান বসবে। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুতে ৪১টি খুঁটির ৩৪টিই সম্পন্ন হয়ে গেছে। সেতুর অগ্রগতি ৮৫ ভাগ বলে জানিয়েছেন, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।