জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণাঃ উত্তরে কামরুল-দক্ষিণে মিলন

0
498
উত্তরে কামরুল-দক্ষিণে মিলন
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ ঢাকার দুই সিটি কর্পোরেশনে মেয়র পদে দুজনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে মেয়র পদে মনোনয়ন দেয়া হয়েছে।

রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সভায় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, ঢাকা উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল (অব) কামরুল ইসলাম এবং দক্ষিণে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশ নেবেন। তিনি দলীয় নেতাকর্মীদের তাদের পক্ষে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে উত্তরে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম আর বিএনপির তাবিথ আউয়াল। আর দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস ও বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here