ঢাকা উত্তরে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী হলেন যারা

0
609
ঢাকা উত্তরে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী হলেন যারা

খবর৭১ঃ

উত্তরে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী হলেন যারা

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

ওয়ার্ড অনুযায়ী তালিকা নিম্নরূপঃ

১. মো. আফসার উদ্দিন
২. আলহাজ্ব কদম আলী মাদবর
৩. মো. জিন্নাত আলী মাদবর
৪. জামান মোস্তফা
৫. আব্দুর রউফ নান্নু
৬. সালাউদ্দিন রবিন
৭. তফাজ্জল হোসেন
৮. আবু কাসেম মোল্লা
৯. মুজিব সরোয়ার মাসুম
১০. আবু তাহের
১১. দেওয়ান আব্দুল মান্নান
১২. মুরাদ হোসেন
১৩. হারুন-অর-রশিদ
১৪. মো. মইজউদ্দিন
১৫. সালেক মোল্লা
১৬. মতিউর রহমান
১৭. ইসহাক মিয়া
১৮. জাকির হোসেন
১৯. মফিজুর রহমান
২০. জাহিদুর রহমান
২১. মাসুম গনি
২২. লিয়াকত আলী
২৩. শাখাওয়াত হোসেন
২৪. মো. সফিউল্লা
২৫. আব্দুল্লাহ মন্জুর
২৬. শামীম হাসান
২৭. ফরিদুর রহমান
২৮. ফোরকান হোসেন
২৯. নুরুল ইসলাম রতন
৩০. আবুল হোসেন হাসু
৩১. আলেয়া সারোয়ার ডেইজী
৩২. হাসান নূর ইসলাম
৩৩. আসিফ আহমেদ
৩৪. মোহাম্মদ হোসেন
৩৫. মোক্তার সরদার
৩৬. তৈমুর রেজা খোকন
৩৭. জাহাঙ্গীর আলম
৩৮. শেখ সেলিম
৩৯. মো. শফিকুল ইসলাম
৪০. নজরুল ইসলাম ঢালী
৪১. আব্দুল মতিন
৪২. মো. জাহাঙ্গীর আলম
৪৩. শরিফুল ইসলাম ভুঞা
৪৪. মো. শফিকুল (শফিক)
৪৫. জয়নাল আবেদীন
৪৬. ছাইদুর রহমান সরকার
৪৭. মোতালেব মিয়া
৪৮. একেএম মাসুদুজ্জামান
৪৯. সফিউদ্দিন মোল্লা
৫০. জিএম শামীম
৫১. মোহাম্মদ শরীফুর
৫২. ফরিদ আহমেদ
৫৩. নাসির উদ্দিন
৫৪. জাহাঙ্গীর হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here