ছাতক-দোয়ারার প্রতিটি ইউনিয়নকেই মডেল ইউনিয়নে পরিনত করা হবেঃ এমপি মুহিবুর রহমান মানিক

0
572
ছাতক-দোয়ারার প্রতিটি ইউনিয়নকেই মডেল ইউনিয়নে পরিনত করা হবে ---এমপি মুহিবুর রহমান মানিক

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ স্বাস্থ্য ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, দেশের মানুষ এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। মানুষেল মৌলিক অধিকার নিশ্চিত হওয়ায় দেশের আপামর মানুষ রাষ্ট্র ক্ষমতায় বর্তমান আওয়ামী সরকারের উপর নির্ভর করতে পারছে। এ দেশের উন্নয়ন কর্মকান্ড এখন বহির্বিশ্বে রাষ্ট্র নায়করা অনুকরণ করছে।

বৃহস্পতিবার ছাতকের কালারুকা ইউনিয়ন পরিষদের আয়োজনে তাকে দেয়া এক সংবর্ধনা সভায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক আরোও বলেন, ছাতকের উল্লেখযোগ্য দৃশ্যমান সকল উন্নয়নই সম্পন্ন হয়েছে আওয়ামীলীগ সরকারের আমলে। ছাতক-দোয়ারার ২২টি ইউনিয়নের প্রতিটিকেই উন্নয়নের মাধ্যমে এক-একটি মডেল ইউনিয়নে পরিনত করা হবে। সুবিধানজনক অবস্থায় থাকা কালারুকা ইউনিয়নকে অগ্রাধিকার ভিত্তিতে সর্বাগ্রে কালারুকা

ইউনিয়নকে এ নির্বাচনী অঞ্চলের প্রথম মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলা হবে। ইউপি চেয়ারম্যান অদুদ আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের যৌথ পরিচালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, আখলাকুর রহমান মুরাদ হোসেন, বিল্লাল আহমদ। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আব্দুস শহিদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি, ফজলু মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ হৃদয়, আদর্শ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আখতার আহমদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ মিনার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন, যুগ্ম আহ্বায়ক শিপলু আহমদসহ ইউপি সদস্য, সদস্যা প্রমুখ।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here