মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে চলমান শৈত প্রবাহের তীব্র শীতে জনজীবন যখন বিপর্যস্ত ঠিক তখনি মধ্যরাতে কম্বল নিয়ে শীতার্ত অসহায় বেদে (বাইদ্যা-সাপুরে) সম্প্রদায়ের মানুষের পাশে দাড়িছেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।
শনিবার মধ্য রাতে উপজেলার চাপিতলা ও নগরপাড় এলাকার বেদেদের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়াও উপজেলার বাঙ্গরাবাজার, চাপিতলা, টনকী কোম্পানীগঞ্জ এলাকার বিভিন্ন পয়েন্টে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, পল্লী স য় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক আফজালের রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ প্রমুখ।