শাহজাদপুরে ১৭ জুয়াড়ীসহ ২০জন গ্রেফতার

0
581
শাহজাদপুরে ১৭ জুয়াড়ীসহ ২০জন গ্রেফতার

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের জুয়া প্রতিরোধের বিশেষ অভিযানে ১৭জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। এছাড়াও একজন মাদক ব্যবসায়ী ও দুইজন ওয়ারেন্টভূক্ত আসামী সহ মোট ২০জনকে আটক করা হয়।

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশ উপজেলার কৈজুরী ইউনিয়নের হাট পাচিল বাজারে অভিযান চালিয়ে ১৮জন জুয়াড়ীকে আটক করে।

আটককৃতরা হলেন, জুয়াড় বোর্ড মালিক পূর্ব চরকৈজুরীর মোঃ আবু বকরের পুত্র মোঃ আরিফ (২৪), মোঃ দেলোয়ার খান এর পুত্র শুকুর খান (৪৯), মৃত আজগর আলীর পুত্র আইয়ুব আলী (৫০) ও মোঃ মোন্নাফ (৫৫), গোপালপুর গ্রামের মৃত ছেফাত ফকিরের পুত্র মোঃ পাষান ফকির (৪৮), মোঃ ফয়জাল মন্ডলের পুত্র মোঃ আমিনুল ইসলাম (৩৫), মোঃ আব্দুর রাজ্জাকের পুত্র মোঃ জাকারিয়া (৩০), মৃত মহির শেখ এর পুত্র মোঃ কাজেম শেখ (৪৮), মোঃ মুছা মন্ডলের পুত্র মোঃ মোক্তার হোসেন (৪৬), মৃত আবুল মন্ডলের পুত্র মোঃ রমজান মন্ডল (৩৪), মৃত মন্তাজ মন্ডলের পুত্র মোঃ ইলিয়াস মন্ডল (৪২), মৃত চাঁদ মন্ডলের পুত্র মোঃ সেলিম মন্ডল (৩২)।

জয়পুরা গ্রামের মৃত মজিবর মন্ডলের পুত্র মোঃ আব্দুস ছামাদ (৫৬), সৈয়দপুর গ্রামের মোঃ আব্দুল কুদ্দুসের পুত্র মোঃ রিপন (৩০), মোঃ লিটন মিয়ার পুত্র মোঃ শাহরিয়ার কামাল (১৯), চেংটার চর গ্রামের মোঃ ছানোয়ার হোসেন এর পুত্র মোঃ জহুরুল ইসলাম (৩০),মৃত আক্কাছ প্রাং এর পুত্র মোঃ গোলজার হোসেন (৪৯)।

আটককৃত জুয়াড়ীদে বিরুদ্ধে পুলিরে উপ পরিদর্শক মোঃ আফজাল হোসেন বাদী হয়ে ১৯৬৭ সালের জুয়া আইনে একটি মামলা দায়ের করেন ।

এছাড়াও পৃথক অভিযানে ওয়ারন্টভূক্ত আসামী লক্ষীপুর জেলার রায়পুর থানার মোহাম্মাদ আলীর পুত্র আমিনুল হক বাবু (৩০) ও শাহজাদপুর উপজেলার জামিরতা ফকিরপাড়া গ্রামের জোসম সরকারের পুত্র আঃ হাকিম (৬০) এবং ১০ পিচ ইয়াবা সহ শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গোধীবাড়ী গ্রামের গোলাম হোসেন এর পুত্র উজ্জল হোসেন (২৮) আটক করে শাহজাদপুর থানা পুলিশ।

অভিযানগুলোতে অংশ নেন এস আই উজ্জল হোসেন, এস আই রেজাউল করিম, এস আই মামুন, এস আই এসলাম আলী, এ এস আই আব্দুর রহমান, এ এস আই আবুল কালাম আজাদ, এ এস আই মোঃ জসিম উদ্দিন। আটককৃত আসামীদের আজ বৃহস্পতিবার শাহজাদপুর কোর্টে প্রেরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here