পাকিস্তানিদের তালিকা প্রকাশ করেছি মাত্র’

0
512
পাকিস্তানিদের তালিকা প্রকাশ করেছি মাত্র’

খবর৭১ঃ রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসার অভিযোগের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমরা নিজেরা কোনো তালিকা প্রস্তুত করিনি। ১৯৭১ সালে পাকিস্তানিরা যে তালিকা করেছে, আমরা শুধু তা প্রকাশ করেছি।

মন্ত্রী বলেন, সেখানে কার নাম আছে, আর কার নাম নেই সেটা আমরা বলতে পারব না। সোমবার সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, একই নামে অনেক মানুষ থাকতে পারে। আর একজন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় আসবে কেন, এটা তো হতে পারে না। যদি আসেও সেটা পাক বাহিনীর ভুল। তিনি বলেন, যদি মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় এসে থাকে, তবে আমরা সেটা যাচাই করে দেখব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here