খবর৭১ঃ কেরানীগঞ্জে প্রাইম প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও পাঁচ জন শ্রমিক মারা গেছে। এনিয়ে নিহতের সংখ্যা ১৯ জনে দাঁড়ালো।
নিহত পাঁচজন হলো মোস্তাকিন (২২), দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক (৪৫), আবু সাঈদ (২৮), সুমন (২৫), এবং দুর্জয় দাস (২৩) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজে পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া।
তিনি জানান, রবিবার ভোররাতে মোস্তাকিন, রাজ্জাক ও সাঈদ। তিনি আরও জানান, রবিবার সকাল থেকে রাত পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে লাইফ সাপর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এখনও তিন জনের অবস্থা আশংকাজনক।
অন্যদিকে গত শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কারখানা মালিক নজরুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ তাকে আটক করতে পারেনি। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর কেরানীগঞ্জের হিঝলতলা এলাকায় প্রাইম প্লাস্টিক কারখানায় এক অগ্নিকাণ্ডে ৩২ জন আগুনে দগ্ধ হয়েছিল।