মুরাদনগরে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই সরবরাহ শুরু

0
537
মুরাদনগরে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই সরবরাহ শুরু

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লা মুরাদনগর উপজেলার ৩ শত ৪৮টি বিদ্যালয়ের এক লক্ষ কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্য বই পোঁছে দেওয়ার লক্ষ্যে পাঠ্য বই বিতরনের (সরবরাহ) কাজ শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে বিতরনের কাজ শুরু করা হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৪৪টি কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেনী থেকে প ম শ্রেনী পর্যন্ত এক লক্ষ শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে বিনামূল্যের পাঠ্য বই বিতরনের জন্য ৪ লক্ষ ৪৬ হাজার টি নতুন বই প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে। এবং ১ জানুয়ারী সোমবার বই উৎসবের মাধ্যমে শিশুদের মাঝে বই বিতরনের শুভ উদ্বোধন করা হবে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, তুহিস কান্তি দাশ, সেলিমগীর হোসেন, আকবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আবদুল আলীম, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ সকল স্কুলের শিক্ষকরা উপস্থিত হয়ে নিজ নিজ বিদ্যালয়ের জন্য বই গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here