কেরানীগঞ্জে কারখানায় আগুন, মারাত্মক দগ্ধ ২৮ জনকে ঢামেকে ভর্তি

0
538
কেরানীগঞ্জে কারখানায় আগুন, মারাত্মক দগ্ধ ২৮ জনকে ঢামেকে ভর্তি

খবর৭১ঃ কেরানীগঞ্জের চোনকুটিয়াতে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকালের ওই অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন দগ্ধ হয়েছেন। এদের অধিকাংশই কারখানার শ্রমিক।

মারাত্মক দগ্ধ ২৮ জন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে একজন মারা গেছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছে সংস্থাটি।

অগ্নিকাণ্ডে আহতরা হলেন- লাল মিয়া, মেহেদী, দূর্জয়, সুজন, ওমর ফারুক, এহসান, রিয়াজ, জাকির, সোহাগ, মফিজুল, মোস্তাকিম, সালাউদ্দিন, আলম, সজল, ফিরোজ, আসলাম, ইমরান, দিদারুল, জিসান, রাজ্জাক, সোহান, ফয়সাল, বাবুল, জাহাঙ্গীর, বশির,খালেদ,শাখাওয়াত, আবু সাইদ।

এদের বয়স ২০ থেকে ৩৮ এর মধ্যে।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, আহত সকলকেই চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা সকলেই কম বেশি দগ্ধ হয়েছেন। আমাদের সকল স্টাফদের সংবাদ দেয়া হয়েছে, ঊর্ধ্বতন চিকিৎসকদেরও জানানো হয়েছে, তারাও চলে আসছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক কতজন হতে পারে, এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, এখন তো তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়টি একটু পরে বলা যাবে।
এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহতদের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের থেকে জানা গেছে আরও অনেক আহত রয়েছেন। তাই আমরা ঢামেকে থাকা বেসরকারি অ্যাম্বুলেন্স ১৫/২০টি কেরানীগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছি। আহতদের সহযোগিতার জন্য।

ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দিন বলেন, আমরা সকল স্টাফদের ছুটি বাতিল করে রোগীদের সেবার জন্য উপস্থিত থাকার জন্য বলেছি। আমরা সকলেই প্রস্তুত রয়েছি তাদের সেবার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here