শাহজাদপুরে অবৈধ ড্রেজার পুড়িয়ে দিলেন এসিল্যান্ড

0
492
শাহজাদপুরে অবৈধ ড্রেজার পুড়িয়ে দিলেন এসিল্যান্ড

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একটি অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ জাকিয়া সুলতানা।

উপজেলার হুরাসাগর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের চর পোরজনা হিজলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ জাকিয়া সুলতানা জানান, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে উপজেলার পোরজনা ইউনিয়নের হুরাসাগর নদী থেকে বালু অবৈধ ড্রেজার দিয়ে উত্তোলন করে বিক্রি করে আসছে। এই অবৈধ ড্রেজারের খবর পেয়ে বুধবার দুপুরে সেই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ড্রেজারটি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের কোন কার্যকলাপ এর তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ তৎক্ষনিক গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here