খবর৭১ঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ অহিদুল আলম নামের এক যাত্রীর কাছ থেকে ২০টি সোনার বার আট করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
আজ রবিবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা বিভাগের সহযোগিতায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এ চালানসহ ওই যাত্রীকে আটক করে। অহিদুলের বাড়ি হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায়।
বিমানবন্দর সূত্র জানায়, সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসেন অহিদুল। গোপন সংবাদের ভিত্তিতে দোতলার বোর্ডিং লাউঞ্জে তল্লাশির সময় ওই যাত্রীর কাছ থেকে ২০টি সোনার বার আটক করা হয়। পরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় আটক সোনার বারসহ ওই যাত্রীকে।