জলবায়ু পরিবর্তনে সমুদ্রে অক্সিজেন কমছে

0
488
জলবায়ু পরিবর্তনে সমুদ্রে অক্সিজেন কমছে

খবর৭১ঃ জলবায়ু পরিবর্তনের কারণে মানব সভ্যতা হুমকির মধ্যে রয়েছে-এমন কথা বহুবার বলা হয়েছে। কিন্তু বিজ্ঞানীরা এবার এক নতুন সংকটের কথা সামনে নিয়ে এসছেন। তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রে অক্সিজেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এতে আগামীতে বেশ কিছু সামুদ্রিক মাছ বিলীন হয়ে যাবে।

পরিবেশবাদী গ্রুপ আইইউসিএন দীর্ঘ গবেষণার পর এ রিপোর্টটি প্রকাশ করেছে। এমন সময়ে রিপোর্টটি প্রকাশ করা হলো যখন স্পেনের মাদ্রিদে বিশ্ব জলবায়ু সম্মেলনের ২৫তম আসর চলছে। সমুদ্র নিয়ে এটা ইতিহাসের অন্যতম বড় গবেষণা।

আইইউসিএন এর গবেষণায় আরো দেখা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে শুধু অক্সিজেনই নয়, সমুদ্রের পানিতে প্রোটিন, ভিটামিন এবং মিনারেলের পরিমাণও কমে যাচ্ছে। এতে বলা হয়, সারাবিশ্বের সমুদ্রের ৭০০ জায়গায় তারা অক্সিজেনের ঘাটতি পেয়েছেন। ১৯৬০ সালের এক গবেষণায় সমুদ্রের ৪৫টি স্থানে অক্সিজেনের ঘাটতি ছিল। উপকূলের কাছে যারা চাষাবাদ করেন তারা ক্ষেতে নানা ধরনের কীটনাশক ব্যবহার করেন। এসব কীটনাশকের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাসের আধিক্য থাকায় সেগুলো গিয়ে পড়ছে সমুদ্রে। এসব মৌল সমুদ্রের পানিতে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দিচ্ছে বলে গবেষণায় বলা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তন দ্রুত হবার কারণে অক্সিজেন ঘাটতিকে ত্বরান্বিত করছে।

আইইউসিএন এর গবেষণায় আরো বলা হয়, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার সরাসরি প্রতিক্রিয়া পড়ছে সমুদ্রের পানিতে। সমুদ্রপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা বেড়ে যাওয়ায় পানির তাপমাত্রাও বাড়ছে। বিজ্ঞানীরা বলছেন, গরম পানিতে অক্সিজেনের মাত্রা কম থাকে। তবে পানিতে অক্সিজেন কম থাকলে যে সব মাছের ক্ষতি হয় এমন কিন্তু নয়। যেসব মাছ দ্রুত সাঁতরাতে পারে সেগুলোর জন্য অক্সিজেন একটি বড় সমস্যা। অপরদিকে সমুদ্রের এখন যে তাপমাত্রা তা জেলি ফিসের জন্য আদর্শ।

আইইউসিএন এর কর্মকর্তা মিন্না এপস বলেছেন, আমরা আগে থেকেই শুনে আসছি সমুদ্রে অক্সিজেন কমছে। কিন্তু পরিস্থিতি যে এতটা উদ্বেগজনক তা এবার বেরিয়ে আসলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here