খবর৭১ঃ বেশ কিছুদিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এদিকে, ইরান ইস্যুতে বৈঠক করেছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। বৈঠকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি এবং ইসরায়েলের চিফ অব স্টাফ আবিব কোশাভি উপস্থিত ছিলেন। রবিবার বৈঠকে ইরানের হুমকি নিয়ে আলোচনা হয়েছে।
ইসরায়েলের দৈনিক হারেৎজে আমোস হারেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল মনে করছে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুটি নিয়ে আপাতত কোনো সামরিক পদক্ষেপ নিচ্ছে না। অপরদিকে যুক্তরাষ্ট্র ভাবছে ইসরায়েল একতরফাভাবে তেহরানের বিরুদ্ধে হামলা ও সামরিক অভিযান শুরু করবে। ফলে ওয়াশিংটনকে আরও একটি যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হতে হবে।
ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট তার স্বল্প মেয়াদের মন্ত্রিত্বকালীন সময়ে রাজনৈতিকভাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন। হারেল তার লেখায় সেই বিষয়টিরও উল্লেখ করে বলেছেন, এসব বিষয় ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলারই ইঙ্গিত দিচ্ছে।