খবর৭১ঃ
নতুন সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া শুরু হয়েছে। শনিবার দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় এ আইনে ট্রাফিক পুলিশের মামলা দেওয়া কথা জানা গেছে।
শেরেবাংলা ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল হোসেন গণমাধ্যমে নতুন আইনের মামলা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরের পর থেকে নতুন আইনে মামলা শুরু করেছি।
এখন পর্যন্ত ৯২ ধারায় চারটি মামলা করেছি। সবগুলোই মোটরসাইকেল। যারা উল্টো পথে আসছে তাদের ভিডিও করে রাখা হচ্ছে।
আর এ ধরনের চেকপোস্ট এখন থেকে এভাবেই অব্যাহত থাকবে। ০১ ডিসেম্বর (রবিবার) থেকে আমাদের মামলার ধারাবাহিকতা আরও বাড়বে।
সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি চত্বরে উল্টো পথে চালানোর সময় আমিনুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালককে নতুন আইনে পাঁচ হাজার টাকার মামলা দেওয়া হয়। মামলার কাগজ হাতে পাওয়ার পর আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নতুন আইন সম্পর্কে আমি জানি। সন্ধ্যার পর বিজয় সরণি রোডে গাড়ির চাপ ছিলো অনেক।
আমার একটু তাড়া থাকার কারণে উল্টো পথ দিয়ে বিজয় সরণি মোড় পর্যন্ত উল্টো পথে আসি।
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, প্রথমদিনের মতো- যারা উল্টো পথে চলাচল করেছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নেই এমন মোটরসাইকেল, প্রাইভেটকার ও পিকআপের ওপর নতুন সড়ক আইনে মামলা দেওয়া হয়েছে।