শাহজাদপুরে অবৈধ ড্রেজার পুড়িয়ে দিলেন ইউএনও

0
426
শাহজাদপুরে অবৈধ ড্রেজার পুড়িয়ে দিলেন ইউএনও
ছবিঃ রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

খবর৭১ঃ

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আরকান্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একটি অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা। যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার খুকনি ইউনিয়নের আরকান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা জানান, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে উপজেলার খুকনি ও জালালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় যমুনার বালু ড্রেজার দিয়ে উত্তোলন করে বিক্রি করে আসছে। এই অবৈধ ড্রেজারের খবর পেয়ে শুক্রবার দুপুরে সেই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ড্রেজারটি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here