খবর৭১ঃ
শেখ কাজিম উদ্দিন, বেনাপোলঃ বেনাপোলে পি.এস.সি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় তালশারী মডেল স্কুল চাম্পিয়ন হয়েছে। বুধবার বিকেলে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় নবদিগন্ত প্রি-ক্যাডেট স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জণ করে তালশারী মডেল স্কুলের শিক্ষার্থীরা।
বেনাপোলের পি.এস.সি ফলপ্রার্থীদের নিয়ে খেলাটির আয়োজন করেন বেনাপোলের সদ্য প্রস্ফুটিত শিশু ভূবণ সংগঠণ। টুর্ণামেন্টটির পরিচালনা করেন শিশু ভূবণ সংগঠণের পরিচালক মহাসিন হোসেন হৃদয়। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি নব দিগন্ত প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আবু তালহা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, তালশারী মডেল স্কুলের শিক্ষক আইয়ুব নবী, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম, শিশু সংগঠক ভূবণের সদস্য মাহবুব হাসান অসিম, আব্দুল আহাদ, রুহুল আমিন, অমিত রহমান অভি, ওবাইদুর রহমান, জাকির হোসেন, মেহেরাব হোসেন, মুদাচ্ছির রহমান নোবেল, রাকিব হোসেন, ইয়াসিব বিন প্রমুখ।