বেনাপোলে ৬৫৪০০ ইউএস ডলারসহ সজীব নামে এক যুবক আটক

0
598
বেনাপোলে ৬৫৪০০ ইউএস ডলারসহ সজীব নামে এক যুবক আটক

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোলে ৬৫৪০০ ইউএস ডলারসহ সজীব (২৮) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার ভোরে (২৭ নভেম্বর) তাকে বেনাপোল বাজার সোহাগ পরিবহনের সামনে থেকে আটক করা হয়। আটকৃত সজীব শরিয়তপুর জেলার নড়িয়া থানার নড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

এ বিষয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল ওহাব সঙ্গীয় সদস্যদের নিয়ে বেনাপোল পরিবহন স্ট্যান্ডে অভিযান চালায়। এসময় সজীব নামের যুবকটি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সোহাগ পরিবহন কাউন্টারের সামনে অবস্থান করলে বর্ণণা মোতাবেক তাকে ডেকে নিয়ে তার শরীর তল্লাশী করে ৬৫ হাজার ৪ শত ইউএস ডলার উদ্ধারসহ তাকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

এসংবাদ লেখা পর্যন্ত সজিবকে থানায় সোপর্দ করা হয়নি বলে নিশ্চিত করলেন বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here