সৈয়দপুরে র্যাবের অভিযানে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা উদ্ধার

0
1580
সৈয়দপুরে র্যাবের অভিযানে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা উদ্ধার

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ সৈয়দপুরে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা উদ্ধার করে তারা।

গত বুধবার বিকেলে শহরের বাঁশবাড়ী আমিন মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারসহ ইয়াবা উদ্ধার করে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় ওই রাতেই থানায় মামলা দায়েরের পর গ্রেফতার দুই আসামীকে আজ (বৃহস্পতিবার) সকালে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। সৈয়দপুর থানায় দায়ের হওয়া মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের আভিযানিক দল বাঁশবাড়ী আমিন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার একটি মুদি দোকানের পাশে অবস্থান করা বাঁশবাড়ী এলাকার জামিল হোসেনের পুত্র শেখ জাহিদ হোসেন রানা (৩০) ও নতুন বাবুপাড়া কলিম মোড় এলাকার ইসরাইলের পুত্র আলম (৪২) নামে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজতে থাকা ৪০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৯ হাজার ৭০০ টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করে।

এ অভিযানের নেতৃত্ব দেয়া র‌্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চিহ্নিত ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। এজন্য তিনি সচেতন সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে অভিযানের পর র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) তাপস চক্রবর্তী বাদি হয়ে বুধবার রাতে সৈয়দপুর থানায় মামলা করেছেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) (তদন্ত) আবু হাসনাত খান র‌্যাব কর্তৃক মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান মামলার পর তাদের নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here