সাকিবরা না চাইলে আমরা আর হেলিকপ্টারে যাব না’

0
483
সাকিবরা না চাইলে আমরা আর হেলিকপ্টারে যাব না’

খবর৭১ঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ক্রিকেটাররা যদি না চায় তাহলে আমরা আর হেলিকপ্টারে ঢাকার বাইরে যাব না।

খেলোয়াড়দের বিক্রি করে আয়ের টাকায় বিসিবির পরিচালকরা হেলিকপ্টার ভ্রমণে কোটি কোটি টাকা ব্যয় করছেন। এমন এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পাপন।

শনিবার প্রকাশিত একটি জাতীয় দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে দেশের ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, হ্যাঁ, অনেক সময় আমি ঢাকা থেকে কোথায়ও গেলে হেলিকপ্টারে যাই। তাও খুব বেশি এ রকম ঘটনা ঘটেনি। আমার সঙ্গেই বোর্ডের আরো কেউ কেউ যায়। এখন খেলোয়াড়রা কী চায়? হেলিকপ্টারে যাবে? বিমানে যেতে চেয়েছে, ব্যবস্থা করে দিচ্ছি তো।

ক্রিকেট বোর্ডের সভাপতি আরও বলেন, এটা যদি পছন্দ না হয়, তাহলে এসে আমাদের বলুক যে, আপনাদের হেলিকপ্টারে যাওয়া আমাদের পছন্দ নয়। অথবা, আপনারা যান, এটাই পছন্দ করি না। একটা কিছু তো বলুক। ওরা চাইলে, ঠিক আছে। হেলিকপ্টারেই আর যাব না। ওরা যদি চায়, কোথাও যাওয়াই ছেড়ে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here