ছাগলে গাছ খাওয়ার জেরে প্রতিবেশীর দায়ের কোপে যুবকের মৃত্যু

0
560
ছাগলে গাছ খাওয়ার জেরে প্রতিবেশীর দায়ের কোপে যুবকের মৃত্যু

খবর৭১ঃ

শেরপুর থেকে আবু হানিফঃ শেরপুর সদরের ভাতশালা এলাকায় ছাগলে গাছ খাওয়ার জেরে প্রতিবেশীর দায়ের কোপে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ২২ অক্টোবর সদর উপজেলার ভাতশালা এলাকার সাপমারী গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা একই এলাকার বয়জুদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গতকাল (সোমবার) বিকেলে স্থানীয় আজিজুলের ছাগল প্রতিবেশী জাহিদুলের একটি গাছ খেয়ে ফেলে। এ ঘটনায় আজিজুল ও জাহিদুলের পরিবারের লোকদের কথা কাটাকাটি হয়। পরে আজ সকাল ১০টার দিকে আজিজুল বাড়ির বাইরে গেলে জাহিদুলের লোকজন তাকে আক্রমণ করে।

এসময় আজিজুলের ফুপাতো ভাই সোহেল রানা (২৭) ও শেখ ফরিদ (৪০) তাকে বাঁচাতে এগিয়ে গেলে জাহিদুলের দায়ের কোপে দুজনই আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে আহতদের শেরপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা সোহেলকে মৃত ঘোষণা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here