যশোরের শার্শা সীমান্তে ৪০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আটক-১

0
449
যশোরের শার্শা সীমান্তে ৪০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আটক-১

খবর৭১ঃ

শেখ কাজিম উদ্দিন, বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্ত এলাকা হতে ৪০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তরিকুল ইসলাম লালু (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) সদস্যরা। রবিবার বিকেলে তাকে শার্শা থানার কাশিপুর গ্রাম থেকে আটক করা হয়। এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানান কোম্পানী সদরে কর্মরত হাবিলদার জাফর ইকবাল এর নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে শার্শার কাশিপুর গ্রামের নূর হোসেনের ছেলে তরিকুল ইসলাম লালুর বাড়ির গোবরের গর্ত হতে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ লালুকে আটক করা হয়। এছাড়া অপর একটি অভিযানে বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক ইয়ার আলী মোল্লার নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শিকড়ী মাঠ এলাকা হতে ৪০০ বোতল ভারতীয় ফেন্সিডিল (মালিকবিহীন) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here