খবর৭১ঃ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে সেনাসদস্য কর্তৃক এক রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণের অভিযোগ তদন্তে সেনা সদর দপ্তর থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে আইএসপিআর থেকে জানানো হয়েছে।
আইএসপিআর সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে সেনাসদস্য কর্তৃক একজন রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণের অভিযোগ সেনা সদর দপ্তর অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কর্তৃক একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অপরাধী ব্যক্তি/ব্যক্তিবর্গের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।