ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের পথসভায় উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, জনগণ একটা সহায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চায়। এই সরকার জানে নিরপেক্ষ নির্বাচন হলেই ভরাডুবি হবে আওয়ামীলীগের। তাই এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছে। কিন্তু জনগণ আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে প্রমাণ করে দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে জনগণের দল। শনিবার রাতে শাহগঞ্জ নামক স্থানে পথসভায় এসব কথা বলেন তিনি।
শনিবার সকালে পৌর সদরের দলীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কর্মসূচী উদ্বোধন করে ইউনিয়ন নেতাকর্মীদের হাতে ২৫ হাজার সদস্য ফরম তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি। পরে উপজেলার রাজিবপুর ইউনিয়নে মধ্য রাত পর্যন্ত চরপাড়া বাজার, শাহগঞ্জ বাজার, নওপাড়া বাজার, লাটিয়ামারি বাজার সহ আরো বেশ কয়েকটি স্থানে পথসভা করেন উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, আহসান পারভেজ, এড. শাহজাহান, সাধারণ সম্পাদক এ কে এম হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঞা মনি, পৌর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন খুররম, নূরুন্নবী, সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, সাংগঠনিক সম্পাদক এড. তারেক আজিজ, ইউকে স্বেচ্ছাসেবক দলের পাঠাগার সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আরিফ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আরমান শরিফ, সাধারণ সম্পাদক মো. শাহিন ফরিদ, সহ সাধারণ সম্পাদক ফয়সাল, পৌর ছাত্রদলের সাধরণ সম্পাদক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ হাসান, ছাত্রনেতা, রাজু, রনি, ফরহাদ সহ ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সহ উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ। ##