গোবিন্দের ছবিতে বাংলাদেশের সিমলা

0
507
গোবিন্দের ছবিতে বাংলাদেশের সিমলা

খবর৭১ঃ

গত বছর থেকে মুম্বাইয়ের মীরা রোডে বাস করছেন বাংলাদেশি অভিনেত্রী সিমলা। এর মধ্যেই ‘সফর’ নামে একটি হিন্দি ছবির কাজ শেষ করেছেন। আরো কয়েকটি ছবির কাজ শিগগির শুরু হওয়ার কথা। তবে মায়ের অসুস্থতার জন্য ২৫ আগস্ট হঠাৎ দেশে ফেরেন তিনি। ১৫ অক্টোবর আবার মুম্বাই ফিরে যাবেন ‘ম্যাডাম ফুলি’ অভিনেত্রী। এবার গিয়ে নায়ক গোবিন্দর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিতব্য একটি ছবিতে অভিনয় করবেন। সিমলা বলেন, ‘ঢাকায় ফেরার আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি।

গোবিন্দ দাদা নিজেই পরিচালনা করবেন। এখন চলছে চিত্রনাট্যের কাজ। তারপর ঠিক হবে নাম ও অন্যান্য শিল্পী-কুশলী। আসলে গোবিন্দ দাদার পরিবারের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমাকে তাঁরা পরিবারেরই একজন মনে করেন। আমিও তাঁদের আমার অভিভাবক মানি। ঢাকায় আসার পর বেশ কয়েকবার আমার খোঁজ নিয়েছেন তাঁরা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here