রাজধানী পরিবর্তন করছে থাইল্যান্ড

0
493
রাজধানী পরিবর্তন করছে থাইল্যান্ড

খবর৭১ঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার তৃতীয় দেশ হিসেবে থাইল্যান্ড তাদের রাজধানী স্থানান্তরের পরিকল্পনা করছে।

দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচাঁ ঘোষণা দিয়েছেন, দেশের রাজধানী ব্যাংকক থেকে অন্যত্র সরিয়ে নেয়া হবে, যা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে তার সরকারের অধীনেই।

দ্য গার্ডিয়ান বলছে, প্রতিবেশী মিয়ানমার ও ইন্দোনেশিয়ার দেখাদেখি তারা রাজধানী স্থানান্তরের এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। মিয়ানমার ২০০৬ সালে তাদের রাজধানী ইয়াঙ্গুন থেকে সরিয়ে নেপিদোতে স্থানান্তর করে। আর ইন্দোনেশিয়া জাকার্তা থেকে সরিয়ে বোর্নিও দ্বীপকে রাজধানী করার ঘোষণা দিয়েছে।

মূলত ঘনবসতি, পরিবেশ দূষণ, যানজটের মতো নগরজীবনের বহুমাত্রিক সমস্যা মোকাবেলার লক্ষ্যেই দেশগুলো তাদের রাজধানী স্থানান্তর করছে। রাজধানী অন্যত্র সরিয়ে নিলে ব্যাংককেরও এসব সমস্যা থেকে খানিকটা মুক্তি মিলবে। জাকার্তার মতোই ব্যাংককেও মানুষের বসতি এখন অস্বাভাবিক। এ ছাড়াও দূষণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, যানজটের মতো আরও নানান সমস্যার সম্মুখীন শহরটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here