র‍্যাব হেফাজতে কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যান

0
1221
কলাবাগান ক্লাবের ফিরোজকে কৃষক লীগ থেকে অব্যাহতি
কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যান ও কৃষকলীগের কেন্দ্রীয় নেতা শফিকুল আলম ফিরোজ। ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

রাজধানী ঢাকার কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‍্যাব এর সদস্যরা র‍্যাবের অপর একটি দল ক্লাবটি ঘিরে রেখেছে

র‍্যাব এর অধিনায়ক আশিক বিল্লাল জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে শফিকুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ্যাব হেফাজতে নেওয়া হয়। তিনি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য

এদিকে র‍্যাবের অপর একটি দল বিকেল ৪টা থেকে কলাবাগান ক্রীড়াচক্রের আশপাশে অবস্থান নেয় আগে থেকেই বলা হচ্ছিল, সন্ধ্যায় অভিযান চালানোর জন্যই ্যাব ওই জায়গা ঘিরে রেখেছে

র‍্যাব হেফাজতে কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যান

এদিকে ঢাকার সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে শুক্রবার দুপুরে আটক করেছে র‍্যাব।

রাজধানীর নিকেতনে যুবলীগের কেন্দ্রীয় নেতা জি কে শামীমের ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্সে অভিযান চালিয়ে ২০০কোটি টাকার এফডিআর (ফিক্সড ডিপোজিট রেট) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) একটি আগ্নেয়াস্ত্র এবং কিছু মাদক বিদেশি মুদ্রাও উদ্ধার করা হয়

অন্যদিকে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ঢাকার ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে ক্যাসিনো চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে

বর্তমানে রাজধানী ঢাকায় ক্যাসিনো ক্লাবকেন্দ্রিক অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসেবে ধানমন্ডির কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে রেখেছে র‍্যাব বর্তমানে র‍্যাবের সদস্যরা মাঠের পাশে অবস্থান নিয়ে আছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here