শৈলকুপায় এমপি আব্দুল হাইকে হত্যা পরিকল্পনার ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

0
444

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় এমপি আব্দুল হাইকে হত্যা পরিকল্পনার ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে গাড়াগঞ্জ মিঞা জিন্নাহ আলম ডিগ্রী কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয় এ মানববন্ধনের আয়োজন করে। এতে প্রায় ২ হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মিঞা জিন্নাহ আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শামীম হোসেন মোল্লা ও প্রধান শিক্ষক মোখলেছুর রহমান এবং বালিকা বিদ্যালয়ের সভাপতি সাব্দার হোসেন মোল্লা ও প্রধান শিক্ষক ইব্রাহিম খলিলের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এমপি আব্দুল হাইকে হত্যার পরিকল্পনার কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয়ে যায়। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here