ক্যাসিনো পরিচালনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে ’

0
577
ক্যাসিনো পরিচালনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে ’

খবর৭১ঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, রাজধানীতে ক্যাসিনো পরিচালনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। ক্যাসিনোতে পুলিশও অভিযান পরিচালনা করবে। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডিএমপি বলেন, রাজধানীতে অবৈধ জুয়ার আড্ডা, ক্যাসিনো চলতে দেয়া হবে না। এসব জুয়ার বোর্ড, ক্যাসিনো পরিচালনা ক্ষেত্রে যতো প্রভাবশালীরাই জড়িত থাকুক না কেন আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ কঠোর হবে।

তিনি আরো বলেন, ‘ক্যাসিনোগুলোতে র‌্যাব অভিযান পরিচালনা শুরু করেছে। পুলিশও করবে। এজন্য সব ধরনের তথ্য এবং এর সঙ্গে কারা জড়িত সব তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here