ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট অনূর্ধ-১৭’র ঠাকুরগাঁও সদর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (বড় মাঠ) এ চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার ২১টি ইউনিয়নের ৪টি ভেন্যুতে অংশ নিয়ে চুড়ান্ত খেলার জন্য নির্বাচিত হয় সালন্দর ইউনিয়ন দল ও রহিমানপুর ইউনিয়ন দল।
চূড়ান্তে খেলায় টাইব্রেকারে ৪-৩ গোলে সালন্দর ইউনিয়ন দলকে পরাজিত করে সদর উপজেলা পর্যায়ে চাম্পিয়ন হয় রহিমানপুর ইউনিয়ন দল।
খেলা শেষে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো।
এ সময় সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল, রহিমানপুর ইউপি চেয়ারম্যান আ: হান্নান হান্নু সহ ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।