ঢাবিতে বিদুৎস্পৃষ্টে বিদেশি প্রকৌশলীর মৃত্যু

0
497
ঢাবিতে বিদুৎস্পৃষ্টে বিদেশি প্রকৌশলীর মৃত্যু

খবর৭১ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন নবনির্মিত একটি পাওয়ার স্টেশনে (ডিপিডিসি) কাজ করার সময় বিদুৎস্পৃষ্টে ইন্দোনেশীয় নাগরিক ইঞ্জিনিয়ার তৌফিক (৩৬) মারা গেছেন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তৌফিক ইন্দোনেশিয়ান। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় কোম্পানির একটি বাসায় থাকতেন ও ডিপিডিসির ওই প্রোজেক্টে কাজ করতেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য তৌফিকের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওই প্রতিষ্ঠানে কর্মরত সিভিল ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান রাসেল বলেন, তৌফিক নবনির্মিত একটি পাওয়ার স্টেশনে সকালে কাজ করছিলেন। সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here