প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

0
640
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

খবর৭১ঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১২ হাজার আসনের বিপরীতে মোট ৫৫ হাজার ২৯৫ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

রবিবার সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করা হয় বলে নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির।

তিনি গণমাধ্যমকে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮’ ৬৩ জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে লিখিত পরীক্ষায় মোট ৫৫ হাজার ২৯৫ জন প্রার্থী পাস করেছেন।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here