ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ; ৩ তরুণ গ্রেপ্তার

0
834
ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করার অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে পুলিশ। আজ শনিবার দুপুরে পুলিশ তাঁদের ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার তরুণেরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার গ্রামের লাদেন (১৯), আখাউড়া পৌর এলাকার রাধানগরের হৃদয় (১৮) ও আকিত (২০)।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ঢাকাগামী আন্তনগর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে প্রবেশকালে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় রেলওয়ে পুলিশ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বলেন, গ্রেপ্তার তরুণদের বিরুদ্ধে আগেই ট্রেনে পাথর ছোড়ার অপরাধে থানায় মামলা আছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here