পটিয়া বাইপাস সড়কে সৌদিয়া পরিবহনের বাস উল্টে নিহত ১

0
480
পটিয়া বাইপাস সড়কে সৌদিয়া পরিবহনের বাস উল্টে নিহত ১
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

পটিয়া বাইপাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দ্রুতগতির ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কের পাশের ধানক্ষেতে উল্টে যায়। এতে একজন নিহত এবং ১২ জন আহত হওয়ার তথ্য দিয়েছে ফায়ার স্টেশন।

নিহতের নাম সামশুল আলম (৫২)। তিনি সাতকানিয়ার জুলু সওদাগরের পুত্র। মরদেহ পটিয়া হাসপাতালে রাখা হয়েছে।

পটিয়া ফায়ার স্টেশন অফিসার (এসও) সৌমেন বড়ুয়া জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাস সড়কের পাশে ধানক্ষেতে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার স্টেশনের লোকজন পুলিশের সহযোগিতায় উদ্ধার কাজ চালায়।

তিনি বলেন, ওই বাস থেকে একজনের মরদেহ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here